শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

হাকিমপুরের মাটি বিএনপির ঘাটি : বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা: এ জেড এম জাহিদ

হাকিমপুরের মাটি বিএনপির ঘাটি : বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা: এ জেড এম জাহিদ

মো: মশফিকুর রহমান, বিশেষ প্রতিনিধি :  হাকিমপুরের মাটি বিএনপির ঘাটি, সকল ভেদাভেদ ভুলে দলকে আরও সুসংগঠিত করতে হবে। অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। ২২ মে (বৃহস্পতিবার) হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচন মুখি সার্বিক প্রস্তুতি গ্রহন করার লক্ষ্যে হাকিমপুর মহিলা কলেজ অডিটরিয়ামে দিনব্যাপী মাঠ পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা: এ জেড এম জাহিদ এ কথা বলেন।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো:ফেরদৌস রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক মো: সাখাওয়াত হোসেন শিল্পীর সঞ্চালনায় কর্মী সমাবেশ হয়েছে। এতে আরো বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, জেলা বিএনপির উপদেষ্টা মো: আকরাম হোসেন মন্ডল হাকিমপুর পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো: ফরিদ খান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো: শাহিনুর ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা: এ জেড এম জাহিদ আরও বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনী মুখী প্রস্তুতি গ্রহণ করতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। দল-মত নির্বিশেষে সবাইকে একত্র হয়ে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

৩০ Views
CATEGORIES
Share This