
দিনাজপুরে পুজা মন্ডব পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করলেন পৌরসভার মেয়র আবু তৈয়ব আলী দুলাল

এল এইচ আকাশ, দিনাজপুর থেকে : দিনাজপুর পৌরসভা ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল তার ব্যক্তিগত তহবিল হতে শহরের বিভিন্ন পুজা মন্ডবে আর্থিক সহযোগিতা প্রদান করছেন। পাশাপাশি শহরের বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করে তাদের সমস্যার কথা শুনে তৎক্ষণিক সমাধানের চেষ্টা করছেন ।
২২ অক্টোবর ২০২৩ ইং রবিবার সন্ধ্যায় দিনাজপুর পৌর শহরের চাউলিয়াপট্টি মামহিষ মোর্দনী শিবমন্দিরস্থ সার্বজনীন দূর্গা মন্ডব, পাহাড়পুর সার্বজনীন
দূর্গা মন্ডব, বালুবাড়ী পরিজন পল্লীর বাসফোর হরিজোন শ্রী শ্রী দূর্গা মন্ডব, বালুবাড়ী হরিজন হেলা সমাজ আয়োজিত শ্রী শ্রী দূর্গা ও মা শ্যামা কালি মন্দিরস্থ দূর্গা মন্ডব পরিদর্শন কলেন তিনি বলেন, দিনাজপুর পৌর শহরে হিন্দু ধর্মীয় দূর্গা পুজায় কথাও কোন সমস্যা নায় হয়। সমস্যা থাকলে আমি নিজে উপস্থিত থেকে তা সমাধানের চেষ্টা করছি। দূর্গা মন্ডব পরিদর্শনে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান বাবু।
৫৬ Views