মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচন যখনই হোক সফল করতে প্রস্তুতি চলছে: সিইসি

নির্বাচন যখনই হোক সফল করতে প্রস্তুতি চলছে: সিইসি

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা কার্টার সেন্টারের ছয় সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা।

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তারা বৈঠক করেন।

বৈঠক শেষে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, উনারা প্রাক নির্বাচনি ভিজিটে এসেছেন। নির্বাচন সম্পর্কে একটা ধারণা নিতে এসেছেন। নির্বাচন ইস্যুতে সব বিষয় প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছেন। নির্বাচনের প্রস্তুতি কেমন? রাজনৈতিক দলগুলোর কি অবস্থা? ভোটারদের কি অবস্থা? নির্বাচন কমিশন সম্পর্কে তারা জানতে চাচ্ছেন।  একটি নিরপেক্ষ নির্বাচন হবে কিনা? এসব বিষয় তারা জানতে চাচ্ছেন?

তিনি বলেন, ‘আমরা তাদের জানিয়েছি, নির্বাচন যখনই হোক আমরা যাতে সফলভাবে যে ওয়াদা করেছি সেই অনুযায়ী কাজ করতে পারি। সেই প্রস্তুতি আমরা নিচ্ছি এই কথাটা আমরা তাদের বলেছি। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের সঙ্গে তারা কথা বলেছেন। আজকে নির্বাচন কমিশনে আমার কাছে এসেছিলেন তারা।’

তিনি বলেন, তাদের অ্যাসেসমেন্ট হলো এই ইসির উপরে সব পক্ষের আস্থা আছে। তারা মূলত  জানতে চেয়েছেন আগামী নির্বাচনের প্রস্তুতি কেমন?

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আগামী নির্বাচনে উনারা পর্যবেক্ষক হিসেবে আসতে চান। গত তিনটি নির্বাচনে ওনারা আসেননি। এবার আসার জন্য উনারা আগ্রহী।’

সিইসি বলেন, ‘আমি বলেছি আপনারা যদি আসতে চান আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে যাদের রেকর্ড ভালো, বিভিন্ন দেশে কাজ করেছেন, কোনো দল বা কারো পক্ষে কাজ করে না তাদের আমরা নির্বাচন পর্যবেক্ষণে আসার জন্য স্বাগত জানাই।’

কার্টার সেন্টারের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোনস্ট্রিট।

Views
CATEGORIES
Share This

COMMENTS