বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জে ঘের ব্যবসায়ী নিহত, আহত ২

মোরেলগঞ্জে ঘের ব্যবসায়ী নিহত, আহত ২

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে এক ওয়ারেন্টি আসামিকে আটক করার সময় সাফায়েত তালুকদার(২৫) নামে এক মৎস্য ঘের ব্যাসায়ীকে পিটিয়ে হত্যা ও অপর দু’জনকে আহত করার ঘটনা ঘটেছে। নিহত শাফায়েত নিশানবাড়িয়া ইউনিয়নে জিউধরা গ্রামের ফারুক হোসেন তালুকদারের ছেলে।
মঙ্গলবার (৬ মে) সকাল ৮ টার দিকে জিউধরা গ্রামে এ ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে নিহত শাফায়েত হোসেনের মরদেহ, আহত তার চাচা শাহিন তালুকদার(৫৮) ও চাচাতো ভাই একই গ্রামের সোহেল তালুকদারকে থানা পুলিশ হাসাপাতালে পৌছে দিয়েছে।
হাসপাতালে মেডিকেল অফিসার ডা. আহাদ নাজমুল হাসান বলেন, পুলিশের গাড়িতে করে ৩ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে শাফায়েত তালুকদারকে মৃত অবস্থায় আনা হয়েছে। আরও ২ জন আহত অবস্থায় ভর্তি হয়েছে।
নিহত সাফায়েত তালকুদারের মা শাফিয়া বেগম ও স্ত্রী তন্বী বেগম অভিযোগ করে বলেন, শাফায়াতকে বিনা অপরাধে পিটিয়ে হত্যা করেছেন।
পুলিশের একটি সূত্র বলছে, সোহেল নামে এক ওয়ারেন্ট আসামিকে আটকের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে সেখানে ডাকাত-ডাকাত বলে পুলিশের ওপর কিছু লোক হামলা করে। পরে পুলিশ তাদের জনবল বাড়িয়ে সাফায়েত, শাহিন ও সোহেলকে আটক করে থানার উদ্দেশে রওয়ানা হলে পথিমধ্যে সাফায়েত মারা যায়। নিহত ওই যুবক মাত্র ১মাস পূর্বে তন্বী নামে এক নারীকে বিয়ে করেছিলো। সে পেশায় একজন চিংড়ি ঘের ব্যবসায়ী। পরিবারে স্ত্রীসহ পিতা-মাতা রয়েছে।
এদিকে নিহত চাচাতো ভাই ইউনিয়ন বিএনপি নেতা লোকমান হোসেন হাওলাদার বলেন, নিহত সাফায়েত হোসেন নিশানবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। আহত ২জনের একজন বিএনপি সদস্য ও অপর জন পৌর শ্রমিক দলের সদস্য।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাজিব আল রশিদ বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের পৃথক টিম পাঠানো হয়েছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। তবে নিহত যুবকের লাশ এখনও হাসপাতালে রয়েছে।

Views
CATEGORIES
Share This

COMMENTS