শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নাই’  এইচ এম বদিউজ্জামান সোহাগ

বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নাই’ এইচ এম বদিউজ্জামান সোহাগ

এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, দেশকে সম্প্রীতির পথে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প নাই।
শনিবার (২১ অক্টোবর) রাত ৯টায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের শরণখোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে রায়েন্দা কালী মন্দির পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এসময় সোহাগ বলেন, আমরা অসাম্প্রদায়িক দেশ করার প্রত্যয় নিয়ে কাজ করে চলেছি। বর্তমান সরকারের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে দেশকে পুরোপুরি অসাম্প্রদায়িক দেশে হিসেবে গড়ে তুলতে হবে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারে তার জন্য নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন—শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আ.লীগ নেতা মাহফিজুর রহমান, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি এম এ রশিদ আকন, আ.লীগ নেতা আসাদুজ্জামান আসাদ।

১৭২ Views
CATEGORIES
Share This