সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে শিক্ষার মান উন্নয়নের তাগিদ শিক্ষার অতিরিক্ত সচিব হুমায়ুন কবীরের

বিরামপুরে শিক্ষার মান উন্নয়নের তাগিদ শিক্ষার অতিরিক্ত সচিব হুমায়ুন কবীরের

স্টাফ রিপোর্টার : দিনাজপুর জেলার বিরামপুর পৌর এলাকার  উচ্চ বিদ্যালয় গুলোতে শিক্ষার মান উন্নয়নে সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে  শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন)  হুমায়ুন কবীর মাধ্যমিক  ও উচ্চ শিক্ষা  বিভাগের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তা  বিরামপুরে শিক্ষার মান উন্নয়নের তাগিদ দিয়ে গুরুত্বপূর্ন বক্তব্য দেন।

বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির আহবায়ক মনজুর এলাহী চৌধুরীর রুবেলের সভাপতিত্বে ৩ মে শনিবার মতবিনিময় সভাটি হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর শিক্ষা বোডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জেলা শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ, জেলা শিক্ষা প্রকৌশলী সুলতান মাহমুদ, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী, থানার অফিসার ইনচার্জ(ওসি) মমতাজুল হক, মাধ্যমিক একাডেমী সুপারভাইজার আব্দুস সালাম,  প্রধান শিক্ষক আরমান আলী আলোচনায় অংশ নেন।

৭৭ Views
CATEGORIES
Share This