
আগামী বাজেটের প্রধান লক্ষ্য অ-শুল্ক বাধা দূরীকরণ: এনবিআর চেয়ারম্যান

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান আজ বলেছেন, আগামী অর্থবছরের (২০২৫-২৬) জাতীয় বাজেটের প্রধান লক্ষ্য হবে ব্যবসায়ীদের জন্য অ-শুল্ক বাধা দূর করা।
তিনি বলেন, ‘আমরা আপনাদের (ব্যবসায়ীদের) জন্য অ-শুল্ক বাধাগুলো দূর করার চেষ্টা করবো, আপনাদের পথ থেকে সবধরনের প্রতিবন্ধকতা সরিয়ে দেব এটিই আমাদের মূল লক্ষ্য। আমরা সেই অনুযায়ী কাজ করছি।’
রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত এক প্রাক-বাজেট সভায় তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আগামী বাজেটের লক্ষ্য হবে উদ্যোক্তাদের জন্য একটি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা।
তিনি বলেন, ‘রাজস্ব আহরণ বাড়ানো, ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে তাদের স্বস্তি প্রদান করাই আমাদের উদ্দেশ্য। সেজন্য সবধরনের প্রতিবন্ধকতা দূর করতে আমরা কাজ করছি।’
তিনি আরও বলেন, অনেক সময় কর হার এবং প্রকৃত কার্যকর কর হারের মধ্যে বিশাল ব্যবধান থাকে। ‘আমরা তা কমানোর চেষ্টা করবো’।
আবদুর রহমান খান বলেন, যেসব ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব হিসাবরক্ষণ ব্যবস্থা নেই, তাদের জন্য একটি অ্যাপ তৈরির পরিকল্পনা করছে এনবিআর, যাতে তারা সঠিকভাবে হিসাব রাখতে পারে।
তিনি বলেন, ‘ওই অ্যাপের মাধ্যমে তারা সব ধরনের রেকর্ড সংরক্ষণ করতে পারবে, যা পরবর্তীতে ভ্যাটসহ অন্যান্য কর হিসাব করতে তাদের সাহায্য করবে।’
এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব সংগ্রহ বাড়ানো, করের আওতা বিস্তৃত করা এবং রাজস্ব ফাঁকি রোধ করাই রাজস্ব বোর্ডের মূল লক্ষ্য।
তিনি বলেন, ‘আমাদের কর ব্যয় শূন্যে নামিয়ে আনতে হবে।’
এ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে কর অব্যাহতি এবং কম হারে কর প্রদান করে আসা প্রতিষ্ঠানের এখন প্রকৃত হারে কর প্রদান করা উচিত।
তিনি বলেন, ‘কর অব্যাহতি সংস্কৃতি থেকে বেরিয়ে আসার এখনই সময়। অবশ্যই কিছু কর অব্যাহতি থাকবে, তবে তা নতুন বিনিয়োগ উৎসাহিত করার জন্যই।’
তিনি আরও বলেন, শুল্ক হার যৌক্তিকীকরণে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ‘আমরা এ বছর (২০২৪-২৫ অর্থবছর) থেকেই এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি।’
তিনি আরও বলেন, শুল্ক মূল্যায়ন এবং এইচএস কোড সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, যেগুলো এনবিআর আলাদাভাবে সমাধানের চেষ্টা করবে।
৯ Views