সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে নিজ বাড়ীর সামনে অজ্ঞাত দুবৃত্তর ছুরিকাঘাতে নিহত সবজি ব্যবসায়ী হাবিবুর রহমান হিটলার

বিরামপুরে নিজ বাড়ীর সামনে অজ্ঞাত দুবৃত্তর ছুরিকাঘাতে নিহত সবজি ব্যবসায়ী হাবিবুর রহমান হিটলার

স্টাফ রিপোটার : বিরামপুর শহরের চাঁদপুর (পূর্বপাড়া) মহল্লায় দুবৃত্তরা হাবিবুর রহমান হিটলার (৪০) নামে এক সবজি ব্যবসায়ীকে বাড়ির সামনে গলা কেটে হত্যা করেছে। তিনি মৃত: মনছের আলীর ছেলে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতের ছেলে চাঁদপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র আব্দুল্লা আল ফাহাদ জানায়, তার পিতা কলেজ বাজারে সবজির ব্যবসা করতেন। প্রতিদিন রাত ১২টার দিকে বাসায় ফিরে খাওয়া-দাওয়ার পর বাড়িতে আলাদা কক্ষে ঘুমাতেন। বুধবার দিবাগত রাতে ব্যবসায়ী হিটলার বাসায় ফিরে রাতের খাবার খান। এরপর পরিবারের অন্যান্য লোকজন নিজ কক্ষে ঘুমাতে যায়। ভোরে ব্যবসায়ীর ঘরে ডাকতে গিয়ে দেখেন তিনি ঘরে নেই। এসময় বাইরে বের হওয়ার চেষ্টা করলে দেখেন বাহির থেকে বাড়ির দরজার সিটকি লাগানো রয়েছে। নিহতের ছেলে প্রাচীর টপকে বাহিরে বের হয়ে দেখে, দরজার সামনে তার পিতা হিটলারের গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে রয়েছে।
খবর পেয়ে বিরামপুর সার্কেল এএসপি মঞ্জুরুল ইসলাম, বিরামপুর থানা পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে আসেন। বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুবৃর্ত্তদের আটক ও মামলার প্রস্তুতি চলছে।

 

১১৫ Views
CATEGORIES
Share This