রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫৮৫ জন গ্রেফতার

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫৮৫ জন গ্রেফতার

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘন্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৪৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেফতার হয়েছেন ৫৮৫ জন ।

আজ রোববার সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গতকাল রাত থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছেন ৫৮৫ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়েছে ৯০৮ জনকে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে বিদেশী পিস্তল ১টি, দেশীয় তৈরি এলজি ১টি, ম্যাগজিন ১টি, ১০ রাউন্ড গুলি, গুলির খোসা ৪৭ রাউন্ড, কার্তুজ ৩টি, লোহার দা ১টি ও চাকু/ছোরা/সুইচ গিয়ার ৬টি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু হয়।

 

৪৭ Views
CATEGORIES
Share This

COMMENTS