রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে চেক হস্তান্তর করলেন তথ্য উপদেষ্টা

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে চেক হস্তান্তর করলেন তথ্য উপদেষ্টা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে কোটি লাখ ১৭ হাজার ২১৪ টাকার চেক হস্তান্তর করেছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

আজ বুধবার সচিবালয়ের নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা নাহিদ ইসলাম শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) . এম. সাখাওয়াত হোসেনের নিকট আর্থিক সহায়তার চেক প্রদান করেন।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ২০২৩২০২৪ অর্থবছরের মুনাফা থেকে এই অর্থ প্রদান করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এই অর্থ শ্রমিকদের ন্যায্য পাওনাসহ অন্যান্য নাগরিক সুবিধা প্রদানে ব্যয় করা হবে। শ্রমিকদের সার্বিক কল্যাণের ক্ষেত্রে এই আর্থিক সহায়তা কার্যকর ভূমিকা পালন করবে। তিনি অর্থ ব্যয়ের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ তদারকির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ বিভাগের সচিব . মো. মুশফিকুর রহমান, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ এম সফিকুজ্জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

৬৬ Views
CATEGORIES
Share This

COMMENTS