রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

অধিক মামলা নিষ্পন্নাধীন জেলায় অবসরপ্রাপ্ত জজগণকে চুক্তি ভিত্তিক নিয়োগদানের সুপারিশ

অধিক মামলা নিষ্পন্নাধীন জেলায় অবসরপ্রাপ্ত জজগণকে চুক্তি ভিত্তিক নিয়োগদানের সুপারিশ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): অধিক সংখ্যক ফৌজদারি আপিল, ফৌজদারি রিভিশন, দেওয়ানি আপিল ও দেওয়ানি রিভিশন মামলা নিস্পত্তির অপেক্ষায় রয়েছে এরূপ জেলাসমূহে অবসর প্রাপ্ত সৎ, দক্ষ এবং সুস্বাস্থ্যের অধিকারী জেলা জজগণকে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদানের সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন গত ৫ ফেব্রুয়ারি হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদনটি হস্তান্তর করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমে পাঠানো হয়। পাশাপাশি কমিশনের ওয়েবসাইটেও দেয়া হয়। মোট ২৮ দফা প্রস্তাবের ১৮ নম্বরে রয়েছে মামলাজট হ্রাস সংক্রান্ত সুপারিশটি।

বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে অধিক সংখ্যক ফৌজদারি আপিল, ফৌজদারি রিভিশন, দেওয়ানি আপিল ও দেওয়ানি রিভিশন নিষ্পন্নাধীন রয়েছে এরূপ জেলাসমূহে অবসর প্রাপ্ত সৎ, দক্ষ এবং সুস্বাস্থ্যের অধিকারী জেলা জজগণকে ২/৩ বছরের মেয়াদে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করার সুপারিশ করা হয়েছে। বিচার শুরু হয়ে গেছে অথচ দীর্ঘদিন সাক্ষী আসছে না বিধায় অনিষ্পন্ন আছে এরূপ মামলার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ২৪৯ ও ২৬৫জ ধারা অনুসারে সাক্ষ্য কার্যক্রম বন্ধ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ গ্রহণেরও সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

৬৭ Views
CATEGORIES
Share This

COMMENTS