মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিরামপুর পাইলট স্কুলের একমাত্র জীবিত শিক্ষকের সান্নিধ্যে ছাত্রী প্রফেসর ডা.হাসিনা আখতার স্বপরিবারে

বিরামপুর পাইলট স্কুলের একমাত্র জীবিত শিক্ষকের সান্নিধ্যে ছাত্রী প্রফেসর ডা.হাসিনা আখতার স্বপরিবারে

স্টাফ রিপোর্টার :  বিরামপুর পাইলট স্কুলের একমাত্র জীবিত শিক্ষক(বর্তমানে আইনজীবি) মওলা বক্সের সাথে দেখা করতে আসেন তারই ছাত্রী বিশিষ্ট গাইনী বিশেষঞ্জ প্রফেসর ডা.হাসিনা আখতার। ২৪ আগস্ট বৃহস্পতিবার রাতে বিরামপুর ঢাকা মোড়ে শিক্ষকের আবাসস্থলে ৫২ বছর পর শিক্ষক-ছাত্রীর মিলন মেলা হয়। এ সময় প্রফেসর ডা.হাসিনা আখতারের স্বামী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ আলী সহ পরিবারের সদস্য গন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর ডা.হাসিনা আখতারের বিরামপুর পাইলট স্কুলের সহপাঠি বিরামপুরের বিশিষ্ট চিকিৎসক সিরাজুল ইসলাম, শিক্ষক মওলা বক্সের পুত্রদ্বয় বিরামপুর প্রেসক্লাব সভাপতি এ্যাড.মোরশেদ মানিক ও এ্যাড.মঞ্জুর রশীদ রতন, প্রয়াত মনসুর স্যারের পুত্র সিনিয়র সাংবাদিক মাহমুদুল হক মানিক।
প্রায় ৩ ঘন্টা এই মিলন মেলা স্থায়ী হয়।

প্রসঙ্গত : বিশিষ্ট গাইনী বিশেষঞ্জ প্রফেসর ডা.হাসিনা আখতারের বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অধ্যয়নকালের একমাত্র জীবিত শিক্ষক মওলা বক্স। ডা.হাসিনা আখতার ১৯৭০ সালের এসএসসি ব্যাচের কৃতি ছাত্রী ছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর (স্ত্রী ও প্রসূতী বিদ্যা বিভাগ) পদ থেকে অবসর গ্রহন করেছেন। তিনি গাইনী বিশেষজ্ঞ সার্জন হিসেবে এখনও চিকিৎসা সেবা প্রদান করে চলেছেন|

 

১৩৩ Views
CATEGORIES
Share This