রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশের বিশাল সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড অগ্রণী ভূমিকা পালন করছে: প্রধান উপদেষ্টা

দেশের বিশাল সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড অগ্রণী ভূমিকা পালন করছে: প্রধান উপদেষ্টা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের বিশাল সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিতে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি সুনীল অর্থনীতি কেন্দ্রিক কার্যক্রমের নিরাপত্তা বিধানে কোস্ট গার্ড অগ্রণী ভূমিকা পালন করছে

আগামীকাল বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ কোস্ট গার্ড দিবস২০২৫উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি আজ কথা বলেন

প্রধান উপদেষ্টাবাংলাদেশ কোস্ট গার্ডএর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ কোস্ট গার্ড দিবস২০২৫উপলক্ষ্যে কোস্টগার্ডের সর্বস্তরের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানান।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, সুনীল অর্থনীতি এবং বাংলাদেশের সার্বভৌম জলসীমায় নিরাপত্তা জোরদারের গুরুত্ব বিবেচনায় ১৯৯৪ সালেগার্ডিয়ান অ্যাট সীমূলমন্ত্র নিয়েবাংলাদেশ কোস্ট গার্ডপ্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিটি সদস্য মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সংঘটিত ছাত্রজনতার গণঅভ্যুত্থানের দুঃসাহসিক আত্মত্যাগ, ধৈর্য এবং ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সর্বদা দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘একই সঙ্গে দেশপ্রেম, আন্তরিকতা, সাহসিকতা, অবিচল আস্থা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে কোস্ট গার্ডের সকল স্তরের সদস্যগণ বাহিনীর ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে সদা তৎপর থাকবে বলে আমার বিশ্বাস।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমি আশা করি বাহিনীর উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের সকল প্রচেষ্টা চলমান থাকবে এবং ভবিষ্যতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য এবং প্রতিষ্ঠাবার্ষিকী কোস্ট গার্ড দিবস২০২৫ উপলক্ষ্যে নেওয়া সকল কর্মসূচির সফলতা কামনা করেন

৬৬ Views
CATEGORIES
Share This

COMMENTS