সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিল্পের উৎপাদিত পণ্যের মান সনদ অত্যন্ত জরুরি: বিসিআই সভাপতি

শিল্পের উৎপাদিত পণ্যের মান সনদ অত্যন্ত জরুরি: বিসিআই সভাপতি

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) উদ্যোগে আজ সকালে বিসিআই বোর্ডরুমেবিএসটিআই থেকে পণ্যের মান সনদ গ্রহণ ল্যাবটেস্ট সনদ গ্রহণে করনীয়শীর্ষক এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে।

বিসিআইয়ের সভাপতি আনোয়ারউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।

আনোয়ারউল আলম চৌধুরী বলেন, শিল্পের উৎপাদিত পণ্যের মান সনদ অত্যন্ত জরুরী। আমরা চাই শিল্প সমূহ তার উৎপাদিত পণ্যের সঠিক মান সহজে যাচাইয়ের মাধ্যমে সনদ গ্রহণ করতে পারে এবং ভোক্তারা যেন সঠিক মানসম্পন্ন পণ্য পেতে পারে।

বিসিআই সভাপতি বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য আমাদের বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিদপ্তর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। যার ফলে কাজটি সমন্বিতভাবে হবে সেবা গ্রহণ সহজ হবে

বিএসটিআই মহাসচিব এস এম ফেরদৌস আলম বলেন, বিএসটিআই থেকে যাতে সেবা সহজে গ্রাহকরা গ্রহণ করতে পারে তার জন্য আমরা সচেষ্ট আছি। এই কর্মশালার মাধ্যমে সেবা গ্রহিতা সেবা দাতার মধ্যে একটি মেলবন্ধন সৃষ্টি হবে

তিনি আরো বলেন, বিএসটিআই সবসময় চেষ্টা করে যাচ্ছে, যাতে ভোক্তা সঠিক মানসম্পন্ন পণ্য পেতে পারে এবং ব্যবসায়ীরা সহজে বিএসটিআই থেকে সেবা গ্রহণ করতে পারে। বিএসটিআই বেসরকারি খাতের সাথে নিবিড়ভাবে কাজ করে সেবার মান বৃদ্ধিতে সচেষ্ট আছে বলেও জানান তিনি।

কর্মশালায় আলোচক ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের সহকারী পরিচালক প্রকৌশলী ফিরোজ আহম্মদ এবং সহকারী পরিচালক (ফুড ব্যাক্ট.) এস এম ফরহাদ হোসেন।

বিসিআইয়ের মহাসচিব . মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিসিআইয়ের পরিচালক . দেলোয়ার হোসেন রাজা, জাহাঙ্গির আলম নাজমুল আনোয়ার।

কর্মশালার দ্বিতীয় সেশনেবিএসটিআই থেকে পণ্যের মান সনদ গ্রহণ ল্যাবটেস্ট সনদ গ্রহণে করনীয়শীর্ষক কর্মশালায় আলোচক প্রকৌশলী ফিরোজ আহম্মদ এবং এস এম ফরহাদ হোসেন ২টি সেশনের মাধ্যমে তাদের বক্তব্য উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন

কর্মশালার শেষ অংশে অংশগ্রহণকারীদের মতামত নেয়া হয় এবং বিসিআইয়ের পরিচালক . দেলোয়ার হোসেন রাজা সার্টিফিকেট বিতরণ করেন

৬৯ Views
CATEGORIES
Share This

COMMENTS