
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ সময় তাঁদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধিরা কমিশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা কমিশনকে সর্বাত্মক সহাযোগিতা প্রদানের আশ্বাস দেন।
প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) ডয়িন অ্যাডেলে শিয়ানবোলা, যুক্তরাজ্য ফরেন অফিসের রয় ফ্লেমিং এবং সিয়ান এমব্লার উপস্থিত ছিলেন।
১১১ Views