শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে ১২টি সোনার বার সহ আটক

বিরামপুরে ১২টি সোনার বার সহ আটক

মোঃ নোমান ইসলাম বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার এক নম্বর ইউনিয়নের মুকুন্দপুর বাজারে সোমবার সন্ধ্যায় ১২টি সোনার বার সহ একজনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লক্ষ ১৮ হাজার টাকা।
আটককৃত ব‍্যক্তি বগুড়া জেলার আদমদিঘী উপজেলার চাপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের গিরেন মহন্তের ছেলে জয়দেব মহন্ত। সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানা গেছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২টি সোনার বার সহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পরে আটককৃত আসামিকে মঙ্গলবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

১১৪ Views
CATEGORIES
Share This

COMMENTS