শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে কারখানার বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত

গাজীপুরে কারখানার বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (গাজীপুর): জেলার শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় বয়লার মেশিন বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৯টার দিকে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় স্যাম্পল রুমের বয়লার বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

আহতরা হলো, কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, শাহজাহান। তাদের মধ্যে সুজনের বাঁ পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের নাম পাওয়া যায়নি।

কারখানার এডমিন ম্যানেজার এমআর শিপু চৌধুরী বলেন, সকালে শ্রমিকরা কারখানার কাজে যোগ দেন। সকাল ৯টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমে স্থাপন করা ৫ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে কারখানার দুইজন শ্রমিক গুরুতর আহত হন। তাদের মধ্যে সুজনের বাঁ পায়ের জয়েন্টে আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আলিম বিশ্বাস বলেন, আমরা ছয়জন রোগী পেয়েছি। তাদের মধ্যে কারো কোনো বড় ধরনের ইনজুরি নাই। এদের মধ্য ইয়াছিল আলীকে তার স্বজনরা ময়মনসিংহ নিয়ে গেছেন, সুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, স্যাম্পল রুমে একটি বয়লার ছিল। সেটি যারা চালায় তারা সকাল ৮টার দিকে এসে সুইচ অন করেছে, হয়তো তারা খেয়াল করেনি মেশিন পানি নিচ্ছে কিনা। এদিকে বয়লার হিট হতে হতে স্টিম আউট লাইন ছেড়ে গেলে বিস্ফোরণ হয়।

১০৩ Views
CATEGORIES
Share This

COMMENTS