শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

খানসামায় অরক্ষিত রেলক্রসিংয়ে মৃত্যুরোধে স্কুলশিক্ষার্থী ক্ষুদে বিজ্ঞানীদের ‘সুরক্ষা প্রজেক্ট’ প্রদর্শন

খানসামায় অরক্ষিত রেলক্রসিংয়ে মৃত্যুরোধে স্কুলশিক্ষার্থী ক্ষুদে বিজ্ঞানীদের ‘সুরক্ষা প্রজেক্ট’ প্রদর্শন

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: অরক্ষিত রেলক্রসিংয়েপর্যাপ্ত গেটম্যানেরসংকটেরকারণেঅহরহ মৃত্যুরঘটনা ঘটছে। নিকটাত্বীয় ও পরিবারেরএকমাত্রউপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারাহয়েযাচ্ছেঅনেকপরিবার। এই মৃত্যুরোধেঅটোমেটিক রেলক্রসিং ‘সুরক্ষা প্রজেক্ট’রমাধ্যমে নতুনপরিকল্পনা তৈরি ও উপস্থাপনকরেছেনদিনাজপুরেরখানসামাউপজেলার গোয়ালডিহিইউনিয়নেরনলবাড়ী উচ্চ বিদ্যালয়েরশিক্ষার্থীরা।

গত ১৩ জানুয়ারি সোমবারবিকেলেখানসামাউপজেলাপ্রশাসনএবংবিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরআয়োজিতবিজ্ঞান মেলায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরাতাদের উদ্ভাবনীপ্রদর্শনের জন্য নিয়েএসেছিল। এ প্রদর্শনীতেঅরক্ষিত রেলক্রসিং ও গেটম্যানেরপর্যাপ্তজনবলসংকটের আর যেন কোনোঅপ্রত্যাশিত মৃত্যুরঘটনা যেন আর না ঘটে তার জন্য অটোমেটিক রেলক্রসিং ‘সুরক্ষাপ্রজেক্ট’ প্রদর্শনকরেনলবাড়ী উচ্চ বিদ্যালয়েরশিক্ষার্থীরা।

অটোমেটিক রেলক্রসিংপ্রজেক্ট উপস্থাপনকারীশিক্ষার্থী মিথিলা আক্তার, আনিকা আক্তার, জীবনরায়, রিয়াবিশ্বাসপায়েল, বৃষ্টিরায়, প্রিয়তোষরায়বলেন, সম্প্রতি রেলক্রসিংয়েঅহরহ মৃত্যুরঘটনা ঘটছে। এ মৃত্যু কীভাবেহ্রাস করা যায় সেই লক্ষেই এই প্রজেক্ট। এ প্রজেক্টটিসরকারিভাবেবাস্তবায়িতহলেআশা করি, মৃত্যুরহারঅনেকহ্রাসপাবে। তারাআরওজানায়, সি++ প্রোগ্রামেরমাধ্যমে নির্দিষ্ট দুরত্বে সেন্সরেরসহায়তায় এই অরক্ষিত রেলক্রসিংনিয়ন্ত্রিতহবে। এতে স্বয়ংক্রিয়ভাবেঅরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যানছাড়াই গেট বন্ধ ও খুলবে। সাইরেনওবাজবে, যা ইতিবাচকহবে।

৪৬তম জাতীয়বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহউপলক্ষে উপজেলানির্বাহীঅফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকারেরসভাপতিত্বে উপজেলা চত্বরেঅনুষ্ঠিত হয় এ বিজ্ঞান মেলা। উপজেলার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানেরষষ্ট-দ্বাদশ শ্রেণিতেপড়ুয়াশিক্ষার্থীরা এ আয়োজনেঅংশগ্রহণকরে। এ বিজ্ঞান মেলাঅলিম্পিয়াড ও কুইজ শেষেবিজয়ীদেরমাঝেপুরস্কার বিতরণেরমধ্যদিয়ে শেষ হয়।

৭৫ Views
CATEGORIES
Share This

COMMENTS