
অভিভাবক ও প্রশিক্ষনার্থীদের এবং প্রশিক্ষকদের সহযোগিতায় শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক চর্চায় মুখরিত হয়ে উঠবে

স্টাফ রিপোর্টার: ১৪ জানুয়ারী মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি দিনাজপুরের আয়োজনে ষ্টুডিও প্রশিক্ষন রুমে ২০২৫ শিক্ষাবর্ষের উদ্ধোধনী ক্লাস উপলক্ষে শিক্ষার্থী,অভিভাবক ও প্রশিক্ষকদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন নাট্য বিভাগের প্রশিক্ষক সম্বিত সাহা সেতু, চারুকলা বিভাগের প্রশিক্ষক রাজিউদ্দিন চৌধুরী ডাবলু, তবলা বিভাগের প্রশিক্ষক নোটন সরকার, নৃত্য বিভাগের প্রশিক্ষক মাহামুদা খাতুন ইতি, সংগীত প্রশিক্ষক সন্ধা দাস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগীত প্রশিক্ষক সুজন কুমার দে। সভাপতির বক্তব্যে কালচারাল অফিসার মীনারা পারভীন ডালিয়া বলেন, শুধু প্রশিক্ষনের জন্য শিল্পকলা একাডেমি নয়, শিল্পিদের উৎসাহিত করতে এবং তাদের প্রতিভা বিকাশের একটি প্লাটফর্ম। এখানে যে যত বেশি মনোযোগ সহকারে চর্চা করবে সে তত বেশি ভাল করবে। তাই প্রতিটি প্রশিক্ষনার্থীদের নিয়মিত চর্চা করতে হবে। অভিভাবক ও প্রশিক্ষনার্থীদের এবং প্রশিক্ষকদের সহযোগিতায় শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক চর্চায় মুখরিত হয়ে উঠবে উল্লেখ্য, ২০২৫ শিক্ষাবর্ষের প্রশিক্ষন ক্লাস শুরু হচ্ছে ৪ বছরের কোর্স ৮টি বিভাগ নিয়ে। তার মধ্যে সংগীত বিভাগ, চারুকলা বিভাগ, বেহেলা, গিটার, নৃত্য, তবলা, নাট্যকলা, কবিতা।
১০২ Views