সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লিটন, সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল

লিটন, সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): দুই অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাস ও সাকিব আল হাসানকে ছাড়াই আগামী মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে বাংলাদেশ দল। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির এই মেগা ইভেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত।

বাজে ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। ওয়ানডেতে সর্বশেষ ১৫ ইনিংসে মাত্র ১টি হাফ-সেঞ্চুরি আছে লিটনের। এরমধ্যে সর্বশেষ ৭ ইনিংসে দুই অংকে পা রাখতে পারেননি তিনি।

তবে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজেও নিজেকে মেলে ধরতে পারেননি লিটন। তিন ইনিংসে ২,৪ ও ০’তে আউট হন। ওয়ানডের পর ক্যারিবীয় সফরে টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লিটন। তিন ইনিংসে ১৭ রান করেছিলেন তিনি।

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় লিটনকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আজ দল ঘোষণার সময় তিনি বলেন, ‘লিটন আউট অফ ফর্ম। প্রথমত দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে রান খরায় ভুগছেন তিনি। আউটের ধরণগুলো অনেকটা একইরকম।’

তিনি আরও বলেন, ‘সাদা বলের ক্রিকেটে পাওয়ার প্লেতে যে ধরনের সুবিধা নেওয়ার কথা, সেখানে ক্রিজে নিজেকে সেট করতে পারছেন না লিটন। অতিরিক্ত চাপ নিচ্ছে সে। এরপরও আমরা অনেকগুলো ম্যাচে তাকে সুযোগ দিয়েছি। কিন্তু এখন আস্থার জায়গাটা না থাকায় তাকে রাখা হয়নি।’

এদিকে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য সব ধরণের ক্রিকেটে বোলিংয়ের ক্ষেত্রে নিষিদ্ধ আছেন সাকিব আল হাসান। দ্বিতীয়বার বোলিং পরীক্ষায় ব্যর্থ হওয়ায় সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বিবেচনা করা হয়নি। কারণ শুধুমাত্র ব্যাটার হিসেবে সাকিবকে দলে চান না নির্বাচকরা। এ ব্যাপারে গাজী আশরাফ বলেন, ‘বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যায় আছেন সাকিব সেটা থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। দুঃখজনকভাবে তার বোলিং পরীক্ষার ফল নেতিবাচক হওয়ায় শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলার সুযোগ ছিলো। আমরা তাকে দল গঠনে ব্যাটার হিসেবে বিবেচনা করেছিলাম। কিন্তু কম্বিনেশনের কারণে শুধু ব্যাটার হিসেবে তাকে দলে জায়গা দেওয়া যায়নি।’

ইনজুরির কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারেননি তিন ব্যাটার শান্ত, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দলে ফিরছেন তারা। ত্রয়ী ব্যাটারদের সাথে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে আরও আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। এখনও দেশের হয়ে ওয়ানডে অভিষেক হয়নি বাঁ-হাতি ব্যাটার ইমনের। ২০২২ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর জাতীয় দলের জার্সিতে সর্বমোট ৭টি ম্যাচ খেলেছেন তিনি।

লিটনের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েছেন দুই পেসার শরিফুল ইসলাম-হাসান মাহমুদ ও ব্যাটার আফিফ হোসেন।

অভিজ্ঞ ও তরুণদের নিয়ে সাজানো হয়েছে পেস আক্রমণ। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সাথে থাকছেন দুই তরুণ তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

স্পিন বিভাগে রাখা হয়েছে মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনকে। নিয়মিত অধিনায়ক শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো টাইগাররা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান, নিউজিল্যান্ড ও ভারত।

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দলের মধ্যে থাকতে পারলেই সেমিফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ইংল্যান্ডের মাটিতে ২০১৭ সালে সর্বশেষ আসরের সেমিফাইনালে খেলেছিলো টাইগাররা। সেমিতে ভারতের কাছে ৯ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও নাহিদ রানা।

Views
CATEGORIES
Share This

COMMENTS