শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এক কার্গো এলএনজি , ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার

এক কার্গো এলএনজি , ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার এক কার্গো এলএনজি এবং ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল সংগ্রহের  পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে।

আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২য় বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এম/এস এক্সিলারেট এনার্জি এলপি থেকে প্রায় ৭৫২ কোটি ৫০ লাখ টাকায় আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এক কার্গো এলএনজি ক্রয় করবে। প্রতি একক এলএনজির মূল্য হবে ১৫ দশমিক ৬৯ মার্কিন ডলার।

খাদ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকার ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রায় ২৭৫ কোটি ৩০ লাখ টাকায় ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল কিনবে। প্রতি মেট্রিক টন চালের দাম হবে ৪৫৮ দশমিক ৮৪ মার্কিন ডলার।

এছাড়াও আজকের ক্রয় কমিটির সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের একটি করে প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

৯৯ Views
CATEGORIES
Share This

COMMENTS