রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ে আহত ২০

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:  রংপুর-দিনাজপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি গতকাল ২৮ ডিসেম্বর শনিবার বেলা ১২টায় উপজেলার চম্পাতলীবাজারের পশ্চিম পাশে রংপুর-দিনাজপুর মহাসড়কের সাতাইশজান ব্রিজের সন্নিকটে ঘটেছে।

জানা গেছে, ঠাকুরগাও থেকে রংপুরগামী শামীম এন্টারপ্রাইজ (ঢাকা মেট্টো ব-১৪-৪৫২০) নামে একটি যাত্রীবাহি বাস ওইস্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের ধারে খাদে উল্টে পড়ে যায়। এতে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ ভুল্লি এলাকার আইনুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩৫) ও একই এলাকার মোস্তফা কামালের স্ত্রী আলেয়া খাতুনের (৩৬) পরিচয় পাওয়া যায়। তাৎক্ষণিক অন্য আহতদের পরিচয় পাওয়া যায়নি। এসময় স্থানীয় লোকজন, দশমাইল হাইওয়ে থানা পুলিশ ও সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড রেসকিউ সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সৈয়দপুর ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন।

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঠাকুরগাও থেকে রংপুরগামী শামীম এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ধারে খাদে উল্টে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫-২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

১২৮ Views
CATEGORIES
Share This