রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ষড়যন্ত্রকারীরা সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে : জয়নুল আবদিন ফারুক

ষড়যন্ত্রকারীরা সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে : জয়নুল আবদিন ফারুক

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘সচিবালয় থেকে স্বৈরাচারের দোসরদের না সরালে শুধু আগুন নয়, ষড়যন্ত্রকারীরা আরও ভয়ংঙ্কর খেলা খেলতে পারে কারণ, তারা সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের দোসরদের গ্রেফতারের দাবিতে এই সমাবেশর আয়োজন করা হয়

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘রাষ্ট্রের কিছু লোক শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে। কিন্তু কিছুতেই এটা হতে দেয়া যাবে না। আন্দোলনে শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চাইলে, সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

জয়নুল আবদিন ফারুক অভিযোগ করে বলেন, ‘শেখ হাসিনা কখনও মানুষের কথায় কর্ণপাত করেননি। তার পরিকল্পনা ছিল বিএনপিকে ধ্বংস করা। অথচ তিনি নিজেই পালিয়েছেন। এখন দেশে একের পর এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। জনমনে সন্দেহ তৈরি হয়েছেএসব ঘটনা স্বৈরাচার সরকারকে ক্ষমতায় আনার চক্রান্ত কিনা।‘ 

বিএনপির এই নেতা বলেন, আমরা ২০১৮, ২০২৪ ২০১৪ সালের মতো নির্বাচন চাই না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এমন নির্বাচন চাই যে নির্বাচনে মৃত ব্যক্তিরা ভোট দেবে না। রাতে ভোট হবে না। যার ভোট সে দেবে, পছন্দমতো প্রার্থীকে বিজয়ী করবে। এমন নির্বাচন হতে হবে যেখানে ১৫২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না। 

আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে কৃষক দলের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নাঈমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কৃষকদলের সহসাধারণ সম্পাদক মাসুক মিয়া,দপ্তর সম্পাদক ভিপি শফিকুল ইসলাম, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু,কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, মৎস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য রাখেন

১১৪ Views
CATEGORIES
Share This

COMMENTS