সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার কারাগারে

জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার কারাগারে

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মো. শাকিব নামে একজনকে হত্যাচেষ্টার অভিযোগে জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এবং ঢাকা বারের আইনজীবী বলরাম পোদ্দারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে আজ হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত বুধবার দিবাগত রাতে কাকরাইলের বাসা থেকে বররাম পোদ্দারকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাদী জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের উল্টো পার্শ্বে হিসাব ভবনের পিছনে রাস্তায় মিছিল করছিলেন।

এসময় আসামিরা বে-আইনী জনতাবদ্ধে দা, লাঠি, দেশী ও বিদেশী অস্ত্রসহ আন্দোলনকে নস্যাৎ করার জন্য শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপরে লাঠিপেটা ও হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এসময় বাদী আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন বাদীর দলীয় নেতাকর্মীরা ও ছাত্রজনতা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদাণ করে।

এ ঘটনায় ১১ ডিসেম্বর বাদী মো. শাকিব রমনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৬ জনকে আসামি করা হয়।

১১৪ Views
CATEGORIES
Share This

COMMENTS