শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সাশ্রয়ী দামে বছরে চার লাখ টন ডিএপি সার সরবরাহ করবে সৌদি আরব

সাশ্রয়ী দামে বছরে চার লাখ টন ডিএপি সার সরবরাহ করবে সৌদি আরব

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): সৌদি আরবের মালিকানাধীন সার সরবরাহ কোম্পানি মা’ এদেন বাংলাদেশকে টন প্রতি ২ ডলার কমে ডিএপি সার সরবরাহ করবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) গত ১৫ ডিসেম্বর সৌদি আরবের রিয়াদে কোম্পানির প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি  স্বাক্ষর করেছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির প্রতিনিধি ও বিএডিসির চেয়ারম্যান রুহুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এ সময় উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী সৌদি আরবের মালিকানাধীন কোম্পানি বিএডিসির অনুকূলে বছরে চার লাখ মেট্রিক টন ডিএপি সার সরবরাহ করবে। চুক্তির মেয়াদকাল দুই বছর (৩১ ডিসেম্বর ২০২৪ থেকে ০১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত)। কোম্পানিটি সারের কার্যকর ব্যবহারে বাংলাদেশের কৃষকদের সরাসরি প্রশিক্ষন প্রদান ও বাংলাদেশে তাদের অর্থায়নে একটি গুদাম তৈরি করে দেয়ার আগ্রহের কথা জানিয়েছে।

উল্লেখ্য, সৌদি আরব থেকে পূর্বে আন্তর্জাতিক দরের চেয়ে ৪ ডলার কমে আমদানির চুক্তি ছিল, বর্তমান চুক্তিতে এ মূল্য টন প্রতি ৬ ডলার কম। এতে ডিএপি সার আমদানিতে মোট ২৮ কোটি ৮০ লাখ টাকা সাশ্রয় হবে।

১২১ Views
CATEGORIES
Share This

COMMENTS