মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে সরওয়ার আলমের যোগদান

রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে সরওয়ার আলমের যোগদান

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বিসিএস ৮৪ ব্যাচের সাবেক তথ্য ক্যাডার কর্মকর্তা মো. সরওয়ার আলম আজ রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে সচিব পদমর্যাদায় দুই বছরের চুক্তিতে যোগদান করেছেন।

সরওয়ার আলম তথ্য ক্যাডারের আরেক কর্মকর্তা মো. জয়নাল আবেদীনের স্থলাভিষিক্ত হলেন ।

আজ দুপুরে বঙ্গভবনের প্রেস উইংয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী প্রেস সচিব আবেদীন নতুন প্রেস সচিবের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় বঙ্গভবনের জন বিভাগ ও পার্সোনাল উইংয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সরকার সরওয়ার আলমকে রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি হিসেবে তার যোগদানের দিন থেকে দুই বছরের জন্য সচিব পদমর্যাদায় নিয়োগ দেয়।

এরআগে গতকাল মো. সরওয়ার আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ফেনীর কৃতিসন্তান সরওয়ার আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণী পেয়ে স্নাতক এবং স্নাতকোত্তর উভয় ডিগ্রী অর্জন করেন।

তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সরওয়ার আলম সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দীন আহমেদের উপ-প্রেস সচিব ছিলেন।

তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও ভারতের  কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

সরওয়ার আলম দীর্ঘদিন বঞ্চিত থেকে ২০২২ সালে এলপিআরে এবং ২০২৩ সালে অবসরে যান।

৮৭ Views
CATEGORIES
Share This

COMMENTS