শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

তুরস্কের কারখানায় বিস্ফোরণে নিহত ১২

তুরস্কের কারখানায় বিস্ফোরণে নিহত ১২

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা):  তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একটি বিস্ফোরক কারখানায় শক্তিশালী বিস্ফোরণে ১২ জন নিহত ও চারজন আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফুটেজে কারখানার বাইরে কাঁচ ও ধাতুর টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকা পড়ে থাকতে দেখা গেছে। সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল।

স্থানীয় গভর্নর ইসমাইল উস্তাওগ্লু বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণে ১২ কর্মচারী নিহত হয়েছে ও চারজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমি আমাদের মৃত নাগরিকদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

কর্মকর্তারা জানান, আহতদের অবস্থা তেমন গুরুতর নয়।

স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে প্ল্যান্টের একটি অংশে বিস্ফোরণটি ঘটে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বিস্ফোরণের প্রচণ্ডতায় কারখানাটি ধসে পড়ে।
স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কর্তৃপক্ষ এই ঘটনায় নাশকতার সম্পৃক্ততা নাকচ করে দিয়েছে।

তিনি বলেন, ‘আমরা এই বিস্ফোরণের কারণ উদঘাটনের চেষ্টা করছি।’

এ ব্যাপারে প্রসিকিউটররা তদন্ত শুরু করেছে।

১১৯ Views
CATEGORIES
Share This

COMMENTS