মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে উপদেষ্টা হাসান আরিফের দাফন আগামীকাল

শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে উপদেষ্টা হাসান আরিফের দাফন আগামীকাল

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের সদ্যপ্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফকে আগামীকাল সকাল ১০ টায় মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। এ ছাড়া তার সম্মানে আগামীকাল সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

রোববার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়, হাসান আরিফের মৃত্যুতে সোমবার দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ছাড়া তার রুহের মাগফেরাতের জন্য সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

১০৪ Views
CATEGORIES
Share This

COMMENTS