শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

স্টাফ  রিপোটার : বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুভ শুচনা হয়েছে। একই সময় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ পুষ্পস্তবক অর্পন হয়েছে। সকাল সাড়ে ৭টায় বিরামপুর আনছার মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। একই স্থানে সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানু ও একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় সভাটি হয়েছে। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) নাজিয়া নওরিন, থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক, ইউএইচও গোলাম রসুল রাখি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক মঞ্জুর-ই এলাহী রুবেল চৌধূরী , পৌর বিএনপির সভাপতি হুমায়ুর কবীর, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা জামায়াতের সাবেক আমীর আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর হাফিজুর রহমান, প্রবীন আইনজীবী মওলা বক্স, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ (ভার:) অদ্বৈত্য কুমার অপু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক শাহ আলম মন্ডল, বীরমুক্তিযোদ্ধা দ্বয় হাবিবুর রহমান ও মোস্তাক আহমেদ।
বিকেল ৪টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাযাত/ প্রার্থনা হয়েছে।

১৫৯ Views
CATEGORIES
Share This