মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দারুণ শুরুর পর সিরিজ জয়ের আশায় লিটন

দারুণ শুরুর পর সিরিজ জয়ের আশায় লিটন

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): ১৪৭ রানের পুঁজি নিয়ে বোলারদের দুর্দান্ত নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আজ প্রথম ম্যাচে ক্যারিবীয়দের ৭ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও ভালো খেলে সিরিজ জয়ের প্রত্যাশা বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের।

সেন্ট ভিনসেন্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার সৌম্য সরকার। অবশ্য ষষ্ঠ উইকেটে ২৯ বলে ৪৯ রানের জুটিতে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেন মাহেদি হাসান ও শামীম হোসেন। মাহেদি ২৪ বলে অপরাজিত ২৬ ও শামীম ১৩ বলে ২৭ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে বল হাতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন স্পিনার মাহেদি। তার ৪ উইকেট শিকারে ৩৮ রান তুলতেই পাঁচ ব্যাটারকে হারায় ক্যারিবীয়রা। শুরুর ধাক্কা পরবর্তীতে সামলে উঠলেও বাংলাদেশের অন্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪০ রানে গুটিয়ে হার বরণ করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাট হাতে ২৪ বলে অপরাজিত ২৬ রান করার পর বল হাতে ৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মাহেদি।

জয় দিয়ে সিরিজ শুরু করতে পারায় খুশি বাংলাদেশ অধিনায়ক লিটন। ম্যাচ শেষে লিটন বলেন, ‘আমরা এর আগেও এখানে খেলেছি। উইকেট দেখে মনে হয়েছিল এটি ব্যাটিং সহায়ক হবে, কিন্তু উইকেট আমার ধারণা অনুযায়ী আচরণ করেনি। আমরা যখন ব্যাটিং করি তখন মনে হয়েছে এটি ভালো নয়। ভেবেছিলাম ১৫০-১৬০ রান একটি ভালো স্কোর হবে।’

বোলারদের প্রশংসা করে লিটন বলেন, ‘আমি আমার বোলারদের ওপর ভরসা করেছিলাম। জানতা এই স্কোরে লড়াই করা সম্ভব। আমি চাই আমার দল আক্রমণাত্মক ক্রিকেট খেলুক। খেলোয়াড়রা তাদের দক্ষতা দেখাচ্ছে এবং খুব ভালো ক্রিকেট খেলছে।’

তিনি আরও বলেন, ‘এটি একটি দীর্ঘ সফর। ভালো শুরু হয়েছে। আমরা যদি আরও একটি ম্যাচ ভালো খেলতে পারি তাহলে সিরিজ জিততে পারবো।’
বাংলাদেশের জয়ের নায়ক মাহেদি বলেন, ‘আমরা প্রক্রিয়া ঠিক রেখে লাইন-লেন্থে বল করার চেষ্টা করেছি। আমি ক্রিকেট উপভোগ করেছি। সদ্য গ্লোবাল সুপার লিগে খেলেছি, যা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। শামীম ভালো ব্যাটিং করেছে। ঐটা দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। আমি তার সাথে জুটি গড়তে চেষ্টা করেছি।’

১৬ Views
CATEGORIES
Share This

COMMENTS