
বিরামপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত

স্টাফ রিপোটার : বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ৯ডিসেম্বর (সোমবার) আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
সকাল ১১ টায় উপজেলা চত্বরে জাতীয় ও দূদক পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য র্যালী ও মানববন্ধন করা হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম শাহজাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। এতে আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভ’মি) নাজিয়া নওরিন, থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মশিহুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস চৌধুরী, সদস্য মাহমুদুল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও আরমান আলী প্রমূখ। অনুষ্ঠানে স্কাউটস ও শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
১৬০ Views