মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষা ও গবেষণায় বিনিয়োগে শিল্পপতিদের প্রতি আহ্বান অর্থ উপদেষ্টার

শিক্ষা ও গবেষণায় বিনিয়োগে শিল্পপতিদের প্রতি আহ্বান অর্থ উপদেষ্টার

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ শিল্পখাতে দক্ষ প্রযুক্তি ও জ্ঞানের ঘাটতি কমাতে শিক্ষা ও গবেষণায় বিনিয়োগের জন্য শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার ম্যানেজমেন্ট ডিপ্লোমা গ্রাজুয়েটদের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা  আজ এ আহবান জানান।

উপদেষ্টা বলেন, ‘বিল গেটস কিংবা ইলন মাস্ক নিজেরাই সব উদ্ভাবন করেননি, তারা দীর্ঘ মেয়াদী গবেষণায় বিনিয়োগের মাধ্যমে সাফল্য পেয়েছেন। অথচ আমাদের দেশের ব্যবসায়ীরা দক্ষ জনশক্তির অভাবের অভিযোগ করে,  কিন্তু তারা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে কোন বিনিয়োগ করেন না।’

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি’র আবাসিক প্রতিনিধি হো ইয়ান জং, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, লেদার ও ফুটওয়্যার ইন্ড্রাস্টি এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মো. নাজমুল হাসান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওয়ালিদ হোসেন এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ডিপ্লোমা  ইন লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার ম্যানেজমেন্ট এর প্রোগ্রাম ডিরেক্টর অধ্যাপক ড. তানবীর আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা গ্রাজুয়েট ছাড়াও শিক্ষক, কর্মকর্তা, অর্থ মন্ত্রনালয়ের কর্মকর্তা এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

১১৫ Views
CATEGORIES
Share This

COMMENTS