শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মেহেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের জন্য স্মরণসভা

মেহেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের জন্য স্মরণসভা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (মেহেরপুর): জেলায় সদর উপজেলায় আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের জন্য এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে প্রশাসনের আয়োজনে সদর উপজেলা উপজেলা নির্বাহী কার্যালয়ের সম্মেলন কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মূয়ীদুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জাব্বারুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত খন্দকার মুইজ উদ্দিন, সাংবাদিক দিলরুবা খাতুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

স্মরণ সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পরিবার, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি উপস্থিত ছিলেন।

১৪৮ Views
CATEGORIES
Share This

COMMENTS