রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না: জিএম কাদের

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না: জিএম কাদের

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): দেশে অরাজকতা ও অস্থিরতার বীজ বপন হয়েছে মন্তব‌্য ক‌রে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে, তাদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করুন। আন্দাজে মামলা দিয়ে কাউকেই শাস্তি দেওয়া ঠিক নয়। একটি সংগঠনের সবাই কি অপরাধী? যদি তাই ভাবেন, শেখ হাসিনার সঙ্গে আপনাদের তফাৎ কী?’’

শ‌নিবার (৭ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তি‌নি এসব কথা বলেন।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী দলকে জাতীয় ঐক্যের ডাকের বাইরে রাখা হয়েছে অভিযোগ করে জাপা চেয়ারম‌্যান ব‌লেন, ‘‘৫০ শতাংশ মানুষের দলকে সংলাপের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগতভাবে অবিশ্বাস সৃষ্টি হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় হানাদাররা বলেছিল, আমরা মানুষ চাই না, মাটি চাই। পোড়ামাটি নীতিতে মানুষকে গাদ্দার মনে করা হয়েছিল। ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী দলকে বাদ দিয়ে সুন্দর দেশ গড়া বাস্তবসম্মত নয়।

১৪১ Views
CATEGORIES
Share This

COMMENTS