কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু
পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (কুমিল্লা): জেলার দাউদকান্দি উপজেলায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
আজ শনিবার ঢাকা- কচুয়া সড়কে উপজেলার শায়েস্তানগরের কাছে বাসের চাপায় ট্রাক্টরে থাকা দুই শ্রমিক নিহত হন। এছাড়াও একই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে তিনজন প্রাণ হারান।
এসব তথ্য নিশ্চিত করেছেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল এবং ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টায় ঢাকা-কচুয়া সড়কের শায়েস্তানগরের কাছে একটি ইট বোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল-আরাফা পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটা শ্রমিক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে বোরহান (২৮) ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) নিহত হন।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।
অপরদিকে, শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৌলতপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকাগামী অনির্বান পরিবহনের একটি বাসের সাথে সিএনজি-চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই ডলি আক্তার (৩০) নামের এক যাত্রী নিহত হন। আহত চালক ও যাত্রীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে জিয়ানা আক্তার (১১) ও জাহানারা বেগম (৬০) নামের দুই যাত্রী মারা যান।এই দুর্ঘটনায় নিহতরা সবাই উপজেলার বাসরা গ্রামের বাসিন্দা।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, সিএনজি-চালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। নিহত একজনের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। বাকি দু’জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
৩৬ Views