মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

৯ বা ১০ ডিসেম্বর বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের আলোচনা : তৌহিদ

৯ বা ১০ ডিসেম্বর বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের আলোচনা : তৌহিদ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ জানিয়েছেন, বাংলাদেশ ভারতের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আগামী বা ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা অত্যন্ত  স্পষ্ট যে,  আমরা (ভারতের সঙ্গে) সুসম্পর্ক  সম্পর্ক চাইতবে বাংলাদেশ ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার উপর জোর দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা  বলেন,  ‘উভয় পক্ষেরই এটা চাওয়া দরকার  এবং জন্য কাজ করা উচিততিনি বলেন, ১০ ডিসেম্বর এফওসি জন্য নির্ধারিত থাকলেও এটি একদিন আগে ডিসেম্বরও  অনুষ্ঠিত হতে পারে

উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন

আলোচনায় বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভিসা সংক্রান্ত বিষয়গুলোসহ দ্বিপাক্ষিক ইস্যুগুলো  থাকবে  বলে আশা করা হচ্ছে

গত আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। জুলাইআগস্টের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সমুখীন করা হচ্ছে শেখ হাসিনাকে

পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসান  পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে গত ২১ নভেম্বর জানান, আসন্ন আলোচনার প্রস্তুতি সমন্বয়ের জন্য ইতোমধ্যে একটি আন্ত:মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে

১১১ Views
CATEGORIES
Share This

COMMENTS