বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হজযাত্রীদের আমানত পরিশোধে ব্যাংকসমূহের প্রতি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

হজযাত্রীদের আমানত পরিশোধে ব্যাংকসমূহের প্রতি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): হজযাত্রীদের আমানত পরিশোধের জন্য ব্যাংকসমূহের প্রতি নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয় এছাড়া হজ কার্যক্রমের টাকা বিনিয়োগ না করতেও ব্যাংকসমূহকে অনুরোধ জানানো হয়েছে

ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা আজ সংক্রান্ত পত্র জারি করে

সংশ্লিষ্ট ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করে পত্রে বলা হয়েছে, ২০২৫ সনে হজে গমনের লক্ষ্যে যে সকল আমানতকারী ব্যাংকে অর্থ জমা রেখেছেন কিংবা কোনো স্কিমের আওতায় অর্থ সঞ্চিত রেখেছেন  সেই অর্থ উত্তোলনে যাতে কোনরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের সকল শাখাকে নির্দেশনা দিতে বলা হয়েছে

এতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সিসমূহের হজ কার্যক্রমের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবে হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয় এবং বিমান টিকিটের অর্থ জমা রয়েছে এবং এখনো জমা দেয়া হচ্ছে। হিসাবসমূহে জমাকৃত অর্থের প্রায় ৫০ ভাগ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে প্রেরণ করতে হবে। সে কারণে জমাকৃত অর্থ অন্যত্র বিনিয়োগ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে

এছাড়া হজযাত্রীদের সৌদি পর্বের প্রয়োজনীয় অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সোনালী ব্যাংক পিএলসি, রমনা কর্পোরেট শাখার ÔAGENCY PILGRIMS FUND PAYBLE TO KSAÕ শিরোনামে হিসাবে জমা প্রদানের কথা বলা হয়েছে

৪৬২ Views
CATEGORIES
Share This

COMMENTS