রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মত যুব বিশ্বকাপের হকিতে বাংলাদেশ

থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মত যুব বিশ্বকাপের হকিতে বাংলাদেশ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): ওমানের মাসকটে যুব এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ ২১ দল যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে হকির ইতিহাসে এই প্রথম কোন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ

আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাতটি দল অংশ নিবে। স্বাগতিক হিসেবে ভারত সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি ছয় দল যুব এশিয়া কাপ থেকে সুযোগ পাবে

এই জয়ে বাংলাদেশের যুবারা শুধুমাত্র যুব বিশ্বকাপের টিকেট পায়নি। একইসাথে ৫মষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জণ করেছে। আগামীকাল কোরিয়া বনাম চায়নার মধ্যকার ম্যাচের বিজয়ী দলই হবে ৫ম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ

আজ ম্যাচের মিনিটে ফিল্ডে গোলে মোহাম্মদ জয় বাংলাদেশকে এগিয়ে দেন। ষষ্ঠ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্ণার থেকে ব্যবধান দ্বিগুন করেন। ১৬ মিনিটে আরো একটি ফিল্ড গোলে মোহাম্মদ আব্দুল্লাহ ব্যবধান তে নিয়ে যান। পেনাল্টি কর্ণার থেকে দ্বিতীয় কোয়ার্টারের অতিরিক্ত সময়ে থাইল্যান্ড এক গোল পরিশোধ করে

৩৪ মিনিটে মো: হাসানের গোলে বাংলাদেশের ব্যবধান বাড়ে। পরের মিনিটে পেনাল্টি কর্ণার থেকে থাইল্যান্ড আরো এক গোল শোধ করে। ৩৬ মিনিটে মো: খান বাংলাদেশের স্কোর নিয়ে যান। তিন মিনিট পর জয় দ্বিতীয় গোল করেন। শেষ কোয়ার্টারের ৪৯ মিনিটে আব্দুল্লাহ নিজের দ্বিতীয় দলের সপ্তম গোল করলে বাংলাদেশ হকির ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপের টিকেট পায়

এর আগে স্বাগতিক ওমানকে গোলে হারিয়ে টুর্ণামেন্টের শুভ সূচনা করেছিল লালসবুজের দল। দ্বিতীয় ম্যাচে অবশ্য ফেবারিট পাকিস্তানের কাছে গোলে বিধ্বস্ত হয়

তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার সাথে পিছিয়ে থেকেও গোলেও ড্র নিয়ে মাঠ ছাড়ে মেহরাব হাসানের দল। গ্রুপের শেষ ম্যাচে চায়নার সাথে গোলে ড্র করে ৮ম স্থান নির্ধারনী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে

৪১১ Views
CATEGORIES
Share This

COMMENTS