বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ থেকে মাছ নিল ভারত, অথচ হোটেল সেবা বন্ধ!

বাংলাদেশ থেকে মাছ নিল ভারত, অথচ হোটেল সেবা বন্ধ!

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল থেকে ভারতে মাছ পাঠানো হচ্ছে। ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে অন্যান্য দিনের চেয়ে একটু তাড়াতাড়ি মাছ পাঠানো হয়েছে। অথচ, ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশিদের জন্য হোটেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশি ব্যবসায়ীদেরকে আগেই অনুরোধ জানিয়েছেন যে, মঙ্গলবার যেন তাড়াতাড়ি মাছ পাঠানো হয়। কেননা, আমদানি-রপ্তানি বিষয়ে তাদের একটি সভা আছে। ওই সভা থেকে কিছু বার্তা দেওয়া হতে পারে বাংলাদেশকে।

বাংলাদেশি ব্যবসায়ীরা অবশ্য মনে করছেন, আর যা-ই হোক, হঠাৎ করে মাছ আমদানি বন্ধ করবে না ভারত। কারণ, সেভেন সিস্টার্স হিসেবে খ্যাত ভারতের সাত রাজ্যে বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা আছে।

মাছ আমদানিতে আগ্রহ থাকলেও ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশিদের জন্য হোটেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার ত্রিপুরার হোটেল মালিকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে আইএলএস নামের একটি হাসপাতাল বাংলাদেশিদেরকে চিকিৎসাসেবা না দেওয়ার ঘোষণা দেয়।

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের ত্রিপুরাসহ বিভিন্ন স্থানে নিয়মিত বিক্ষোভ হচ্ছে। বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননার অভিযোগে ভারতে বাংলাদেশি পতাকা পোড়ানো হয়েছে। সর্বশেষ সোমবার (২ ডিসেম্বর) ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর করা হয়েছে। পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারত।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেসার ভূইয়া জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকেই মাছ যাচ্ছে ভারতে। ভারতীয় ব্যবসায়ীরা মঙ্গলবার আগেভাগে মাছ পাঠাতে বলেছেন।

৩৭৩ Views
CATEGORIES
Share This

COMMENTS