ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে ফিরলেন গ্রেভস, নতুন মুখ জাঙ্গো
পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): ব্যাটিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভসকে ফিরিয়ে এনে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার আমির জাঙ্গো।
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে দু’টি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। বাদ পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জুয়েল অ্যান্ড্রু ও লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র। ইংলিশদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিলো ক্যারিবীয়রা।
২০২২ সালে কিংস্টনে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফর দিয়ে ওয়ানডে দলে ফিরেন গ্রেভস। ঐ সিরিজে দুই ইনিংসে মাত্র ৯ রান করে দল থেকে বাদ পড়েন তিনি। এরপর শ্রীলংকা ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে ছিলেন না গ্রেভস।
গত মাসে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া সুপার৫০ টুর্নামেন্টে লিওয়ার্ড আইল্যান্ডের হয়ে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করে নজর কাড়েন গ্রেভস। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে টানা তিন ম্যাচে সেঞ্চুরির নজির গড়েন তিনি।
ঐ আসরে ৫ ম্যাচে ১৩৩.৬৬ গড়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪০১ রান করেন ৩০ বছর বয়সী গ্রেভস। এরপর বাংলাদেশের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরির পাশাপাশি ২ উইকেট নেন তিনি। সম্প্রতি ব্যাট-বল ছন্দে থাকায় আবারও ওয়ানডে দলে ফিরলেন গ্রেভস। দেশের হয়ে ৫ ওয়ানডেতে ৩৮ রান করেছেন তিনি।
সুপার৫০ টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জাঙ্গো। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে ৭ ম্যাচে এক সেঞ্চুরি ও তিন হাফ-সেঞ্চুরিতে ৮৯.২০ গড়ে ৪৪৬ রান করার সুবাদে প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ হলো জাঙ্গোর। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৯ ম্যাচে ৩০.৩৬ গড়ে ১৩৯৭ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার।
অধিনায়ক শাই হোপ ও সহ-অধিনায়ক ব্র্যান্ডন কিংয়ের সাথে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন-আপে থাকছেন এভিন লুইস, শিমরোন হেটমায়ার, শেরফানে রাদারফোর্ড, কেসি কার্টি ও রোস্টন চেজ।
পেস আক্রমনে জেইডেন সিলেস-ম্যাথু ফোর্ডের সাথে থাকছেন আলজারি জোসেফ ও শামার জোসেফ। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার গুদাকেশ মোতি।
আগামী ৮ ডিসেম্বর থেকে সেন্ট কিটসে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে হবে ১০ ও ১২ ডিসেম্বর। ওয়ানডের পর ১৬ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে দু’দল।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল : শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গো, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস ও রোমারিও শেফার্ড।
৩৭৬ Views