শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ফুটবল মাঠে আজ থেকে শুরু হয়েছে শহীদ আবু সাঈদ আন্ত:বিভাগ ফুটবল টুর্ণামেন্ট।

আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২২ টি বিভাগের ছাত্রদের দল অংশগ্রহণ করছে। পাশাপাশি ছাত্রীদের আটটি পৃথক দলও প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে।
আজ শনিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শওকাত আলী।

এ সময় তিনি বলেন, যারা নিয়মিত খেলাধুলা করে তাদের মন এবং শরীর উভয়ই ভালো থাকে। আর যাদের শরীর ও মন ভালো থাকে তারা মাদক গ্রহণ করে না। সুতরাং মাদকমুক্ত সুস্থ্য জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই।

উপাচার্য আরো বলেন, ‘আমরা এই বিশ্ববিদ্যালয়কে শতভাগ মাদকমুক্ত রাখবো। সব ধরনের খেলাধুলা চালু থাকবে। খেলাধুলার জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে এই বিশ্ববিদ্যালয় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও বিশেষ অবদান রাখবে।’

জুলাইয়ে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পিতা মো: মকবুল হোসেন টুর্নামেন্টের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো: ইলিয়াছ প্রামানিক উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো: আব্দুল্লাহ-আল মাহবুব খেলোয়াড়দেরকে শপথ বাক্য পাঠ করান।

৯৬ Views
CATEGORIES
Share This

COMMENTS