
দিনাজপুরের নবাবগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ”মাদককে না বলুন, ক্রীড়াকে হা বলুন” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি একদিনের ক্রিকেট নাইট টুর্নামেন্ট ।
২৪ নভেম্বর (রবিবার) রাত ৮ টায় নবাবগঞ্জ উপজেলার শওগুনখোলা ক্লাব মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন খেলার উদ্বোধন করে। এ সময় উপজেলা ছাত্রদলের আহŸায়ক মুক্তাদির হোসেন বকুল, সদস্য সচিব মুক্তি মাহাফুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় মোট ৮টি দল অংশগ্রহন করে। ফাইনাল খেলায় দুর্গাপুর ক্রিকেট ক্লাব মুরাদ সাউন্ড সিস্টেম ক্রিকেট দলকে পরাজিত করে বিজয়ী হন। দুরান্ত থেকে আসা খেলা প্রেমীদের উপস্থিতিতে খেলার মাঠ ছিল মুখরিত।
২১৮ Views