সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে একই সময়ে দেশে নতুন করে ৮৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়

এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৯৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৪৫৬ জন। বছরের এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৫ হাজার ৭১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৪৮ জনের।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২১ জন, ঢাকা উত্তর সিটিতে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭ জন, খুলনা বিভাগে ১০৭ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে জন এবং সিলেট বিভাগে জন নতুন রোগী ভর্তি হয়েছেন

১২৪ Views
CATEGORIES
Share This

COMMENTS