মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সকলের সামাজিক দায়িত্ব: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সকলের সামাজিক দায়িত্ব: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা সকলের সামাজিক দায়িত্ব। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সকলের অংশগ্রহণ দরকার ।

উপদেষ্টা আজ টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের শিক্ষার মূল সমস্যা হলো- বই ও জীবন চলার মধ্যে কোন বাস্তব মিল নাই। দুনিয়া দ্রুত পাল্টে যাচ্ছে। সঠিক পদ্ধতিতে লেখাপড়া শেখালে অনেক উপকার হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদেরকে ভাষায় দক্ষ করে তুলতে হবে। শিক্ষার্থীদের যদি গাণিতিক ও নিত্যদিনের ভাষায় দক্ষ করে তুলতে পারি, পড়ার প্রতি আগ্রহ ও ভালোবাসা দেখাতে পারি- তাহলে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ হয়ে হাইস্কুলে গেলে শিক্ষার্থীর লেখাপড়ার জন্য অভিভাবকদের চিন্তা করতে হবেনা।

জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ঢাকা বিভাগের উপ-পরিচালক মোঃ আলী রেজা, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাবুদ্দিন, পিটিআইএর সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।

উপদেষ্টা এর আগে টাঙ্গাইল সদর মডেল প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) ও পিটিআইস্থ পরীক্ষণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

উপদেষ্টা বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সশস্ত্রবাহিনী দিবস ২০২৪ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

৮০১ Views
CATEGORIES
Share This

COMMENTS