আজিমপুরে ডাকাতি শেষে শিশু অপহরণের অভিযোগে গ্রেফতারকৃত শাপলা তিন দিনের রিমান্ডে
পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতি শেষে আট মাসের শিশুকে তুলে নেওয়ার ঘটনায় গ্রেফতার ফাতেমা আক্তার শাপলার (২৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ (রোববার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে শাপলাকে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আবুল ফারেজ জুয়েল আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা গেছে, অপহৃত শিশু আরিশা জান্নাতের মায়ের সঙ্গে কৌশলে সুসম্পর্ক গড়ে তুলে তার বাসায় সাবলেট হিসেবে ওঠেন শাপলা
গত ১৫ নভেম্বর শিশুটির মাকে অজ্ঞান করে শাপলার তিনজন সহযোগী ওই বাড়িতে প্রবেশ করে। এসময় বাড়িতে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় সাত ভরি স্বর্ণালঙ্কার লুট করে ৮ মাস বয়সী জান্নাতকে অপহরণ করেন তারা।
গোপন সংবাদেও ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র্যাব-১০ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে শাপলাকে গ্রেফতার করে। এসময় অপহৃত জান্নাতকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় লালবাগ থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
৫২ Views
CATEGORIES Uncategorized