রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুর জেলা জামায়াতের ২০২৫-২০২৬ সেশনের সেট আপ সম্পন্ন : আমির অধ্যক্ষ আনিসুর : সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল

দিনাজপুর জেলা জামায়াতের ২০২৫-২০২৬ সেশনের সেট আপ সম্পন্ন : আমির অধ্যক্ষ আনিসুর : সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল

স্টাফ রিপোটার :  বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার ২০২৫-২০২৬ কার্যকালের জন্য জেলা কর্মপরিষদ সেট আপ প্রোগ্রাম ১৫ নভেম্বর, জুমআবার, সকাল সাড়ে ১০টায়, দিনাজপুর জেলা মজলিসে শূরার অধিবেশন ও দায়িত্বশীল সমাবেশে জামায়াত অফিসে সম্পন্ন হয়। নব নির্বাচিত জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সেট আপ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ও চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা ও সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম। ২০২৫-২০২৬ কার্যকালের জন্য নব নির্বাচিত জেলা কর্মপরিষদ সদস্যগণ হলেন জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ (সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির), সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত। জেলা অন্যান্য কর্মপরিষদ সদস্যগণ হলেন মাওলানা আফজালুল আনাম, মাওলানা রবিউল ইসলাম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, শহিদুল ইসলাম খোকন, মাওলানা খোদা বখস, তৈয়ব আলী, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, অধ্যাপক এস এম ইব্রাহিম, জাকির হোসাইন, আনোয়ার হোসেন ও রেজাউল ইসলাম।
১৫ সদস্যের জেলা মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য গঠন করা হয়।জেলা আমীর জেলা কর্মপরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।#

২১৪ Views
CATEGORIES
Share This