বিরামপুরকে নিজস্ব এলাকা ঘোষনা করেছিলেন শহীদ জিয়া: সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন
স্টাফ রিপোর্টার : বিরামপুরের উন্নয়নে নিজস্ব এলাকা ঘোষনা করেছিলেন শহীদ জিয়া। তাই তার সন্তুষ্টি অর্জনে তিনি বিরামপুরে সার্বিক উন্নয়ন করা হবে। এসময় কর্মীরা বিরামপুর জেলা বাস্তবায়নে জোর দাবী জানালে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিবেন। ৯ নভেম্বর (শনিবার) বিকেলে দিনাজপুরের বিরামপুরে বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের আয়োজনে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুনের সভাপতিত্বে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আ: খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল,সিনি:সভাপতি মোকারম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম রুবেল চৌধুরী, পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবীর সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় নেতৃবৃন্দগন বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে সকলে ঐক্যবদ্ধ নির্বাচনে জয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
৩৮ Views