রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানে হেরেছিলো বাংলাদেশ ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা আঙুলের ইনজুরির কারনে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ উইকেটরক্ষকব্যাটার মুশফিকুর রহিম তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষকব্যাটার জাকের আলি

ম্যাচ দিয়ে বাংলাদেশের ১৪৯তম ওয়ানডে খেলোয়াড় হিসেবে অভিষেক হচ্ছে জাকেরের। দেশের হয়ে ১টি টেস্ট ১৯টি টিটোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। টেস্টে ৬০ এবং টিটোয়েন্টিতে ২৫৪ রান করেছেন জাকের।

এছাড়া স্পিনার রিশাদ হোসেনের জায়গায় খেলার সুযোগ পেয়েছেন গত ওয়ানডে বিশ^কাপে সর্বশেষ খেলা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বাংলাদেশের জার্সিতে ১৫ ওয়ানডেতে ১২ উইকেট শিকার করেছেন তিনি।

প্রথম ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমেছে আফগানিস্তান।

আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৭টি ওয়ানডে খেলে ১০টিতে জয় এবং ৭টিতে হার আছে বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম

আফগানিস্তান একাদশ : হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, আজমতুল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ গজানফর, নাঙ্গোলিয়া খারোতে, ফজলহক ফারুকি

৬৭ Views
CATEGORIES
Share This

COMMENTS