মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে কৃষকের স্বার্থে কাজ করতে হবে : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে কৃষকের স্বার্থে কাজ করতে হবে : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী  কৃষির উন্নয়নে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, প্রতিষ্ঠানের কর্মকর্তাকর্মচারীদের সাধারণ কৃষকের উন্নয়ন স্বার্থে কাজ করতে হবে

তিনি বলেন, ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারপরও এক্ষেত্রে তাদের কাজের আরও সুযোগ রয়েছে। শুধু প্রতিষ্ঠানের কর্মকর্তাকর্মচারীদের স্বার্থে নয়, বরং সাধারণ কৃষকের উন্নয়ন স্বার্থে তাদের কাজ করতে হবে।

উপদেষ্টা আজ দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা ইকোপার্কে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মতবিনিময় সভায় কৃষকরা জানান, রাজশাহীতে খাওয়ার আলুর জন্য হিমাগার বা সংরক্ষণাগার রয়েছে কিন্তু বীজ আলু সংরক্ষণের জন্য কোন হিমাগার নেই। বিষয়ে উপদেষ্টা বলেন, সরকার কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে ক্ষুদ্র মাঝারি চাষীদের আলু সংরক্ষণে আড়াই লাখ টাকা ব্যয়ে অহিমায়িত মডেল ঘর নির্মাণ করছে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী  বলেন, সরকার আলু উৎপাদন বৃদ্ধির জন্য নেদারল্যান্ডস থেকে উন্নত জাতের আলুবীজ আমদানি করেছে।   সময় আলুবীজের দাম যাতে না বাড়ে সে বিষয়ে সতর্ক থাকার জন্য কৃষকদের পরামর্শ প্রদান করেন তিনি

কৃষকরা আরও জানান, অঞ্চলের মাটিতে পিএইচএর পরিমাণ কম থাকার কারণে মাটিতে অম্লত্ব বেশি। ফলে ফসল উৎপাদন কম হচ্ছে। কৃষকরা সমস্যা সমাধানে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। উপদেষ্টা বিষয়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে গবেষণাপূর্বক সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।

মতবিনিময় সভায় উপদেষ্টা কৃষকদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যাসম্ভাবনার কথা শোনেন। তিনি কৃষকদেরকে লাভজনক শস্য উৎপাদন শস্য বহুমুখীকরণেরও পরামর্শ দেন

এরআগে উপদেষ্টাপদ্মা নদী থেকে সরমংলা খাড়িতে ভূগর্ভস্থ পাইপ লাইন দ্বারা পানি সঞ্চালনপ্রকল্প পরিদর্শন করেন। তিনি সরমংলা খাড়িতে পোনামাছ অবমুক্ত করেন এবং সরমংলা ইকোপার্কেব্ল্যাকস্টোনজাতের আমের চারা রোপণ করেন। পরে তিনি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত কলিপুর ইরিগেশন সিস্টেম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান . এম আসাদুজ্জামান নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন

২২৬ Views
CATEGORIES
Share This

COMMENTS