শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

৫১তম বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালীন কাবাডী প্রতিযোগিতার উদ্বোধন দিনাজপুরে

স্টাফ রিপোর্টার : ১৪ অক্টোবর সোমবার দিনাজপুর সদর উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বড় ময়দানস্থ স্পোর্টস ভিলেজ চত্বরে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষ্যে কাবাডি খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইমলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসেন, খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মঞ্জুরুল হক, শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, কাবাডী কমিটির আহবায়ক ও দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম, দিনাজপুর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ সামছুর নেহার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ক্রীড়া প্রতিযোগিতার বিচারক ওবায়দুর রহমান। রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন আক্তারুল ইসলাম রাঙা, মোঃ ওবায়দুর রহমান, মোর্শেদুর রহমান মোর্শেদ, মোঃ জাকির, মোঃ মাজেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর ক্রীড়া সংস্থার মোঃ আনোয়ারুল ইসলাম, মোশারর হোসেন। উদ্বোধনী খেলায় ঘোড়াঘাট বরাতিপুর মডেল উচ্চ বিদ্যালয়ের কাবাডী দল বনাম বীরগঞ্জ সদর পাইলট উচ্চ বিদ্যালয় কাবাডী দল খেলেন। প্রধান অতিথি দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, শরীরকে সুস্থ্য রাখতে খেলার প্রয়োজন রয়েছে। এতে যেমন শরীর ও মন ভালো থাকে ঠিক তেমনি মেধার বিকাশ ঘটে। খেলোয়াড়সুলভ আচরণের মাধ্যমে খেলাধুলা চর্চা করতে পারলে সেই খেলোয়াড় সারাবিশ্বে একজন বড় খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হবে।

 

২৮৩ Views
CATEGORIES
Share This

COMMENTS